ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ উপকূল স্পর্শ করেছে

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৭ নভেম্বর ২০২৩  
ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ উপকূল স্পর্শ করেছে

কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: তারেকুর রহমান

ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ বাংলাদেশের উপকূল স্পর্শ করেছে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে বাতাসের গতি বেড়ে গেছে।

শুক্রবার (১৭ নভেম্বর ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মিধিলির অগ্রভাগ বাংলাদেশের উপকূল স্পর্শ করেছে। এটি আরও অগ্রসর হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে এর মূল অংশ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার সমুদ্র সৈকতের চিত্র। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: তারেকুর রহমান

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দেশের আট উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাস হতে পারে। ইতিমধ্যে এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি।

/তারেকুর/এসবি/

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়