আশুলিয়ায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধের কয়েক ঘণ্টা আগে ঢাকার সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকায় ইতিহাস পরিবহণের বাসে অগ্নিসংযোগ করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি।
স্থানীয়রা জানায়, চন্দ্রা থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহণের বাসটির নবীনগর হয়ে ঢাকার মিরপুরের দিকে যাওয়ার কথা ছিল। এটি কবিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার মো. আনোয়ার হোসেন জানান, ইতিহাস পরিবহণের বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। জরুবি পরিসেবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, আগুন নেভানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাব্বির/বকুল
- ২ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম