ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নীলফামারীতে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১৭ ডিসেম্বর ২০২৩  
নীলফামারীতে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনে ৭ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা তাদের প্রার্থিতা মনোনয়ন প্রত্যাহার করে নেন।

রোববার (১৭ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোস বিষয়টি নিশ্চিত করেন। সাতজন প্রার্থী প্রত্যাহার করায় ২৭ জন প্রার্থী ভোটের প্রতিদ্বন্দ্বিতায় মাঠে থাকছেন।

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনে জাকের পার্টির প্রার্থী লতিবালী সরকার লতিফ ও স্বতন্ত্র প্রার্থী খায়রুল আলম বাবুল।  

নীলফামারী-২ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাকের পার্টির আবু সাঈদ। নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাসদের অধ্যাপক আজিজুল ইসলাম ও আওয়ামী লীগের গোলাম মোস্তফা। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী শাখওয়াত হোসেন ও আওয়ামী লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল।
 

সিথুন/বকুল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়