ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে-১: প্রার্থিতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী চন্দনা

নড়াইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ১৯ ডিসেম্বর ২০২৩  
নড়াইলে-১: প্রার্থিতা প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী চন্দনা

নড়াইল-১ আসনের নির্বাচন থেকে সরে দাড়ালেন বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগে মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হক। মঙ্গলবার  (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়া প্রেসক্লাব হল রুমে সাংবাদিক সম্মেলন করে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

চন্দনা হক বলেন, আমার স্বামী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরেও কৌশলগত কারণে আমি (চন্দনা হক) স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। জন্মগতভাবে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তাই আমার স্বামীর জন্য বিগত দিনের মত দলীয় প্রতীক নৌকার ভোট প্রার্থনায় ব্যস্ত থাকার কারণে এবং শেখ হাসিনার
সিদ্ধান্তের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ও নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বি.এম.কবিরুল হক মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক ও মাকলুকার চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। 

শরিফুল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়