ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

পাসপোর্ট করতে গিয়ে ময়মনসিংহে ধরা পড়লেন ২ রোহিঙ্গা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১৯ ডিসেম্বর ২০২৩  
পাসপোর্ট করতে গিয়ে ময়মনসিংহে ধরা পড়লেন ২ রোহিঙ্গা

স্বামী-স্ত্রী পরিচয়ে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন সাঈদ (২৬) ও নাসিমা (২১) নামের দুই রোহিঙ্গা তরুণ-তরুণী। তারা কক্সবাজারের টেকনাফ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করাতে আসেন আটককৃতরা। এসময় তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হয় পাসপোর্ট অফিসের লোকজনের। তারা ওই দুইজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। 

তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কক্সবাজারের টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

মিলন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়