ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন আ.লীগ নেতা মিন্টু
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু। ফাইল ফটো
ভোটকেন্দ্র দখলে নিয়ে ওপেন ভোট দেওয়ার ঘোষণা করা পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু নিজের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটি পাবনা-৩ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তাজউল ইসলামের কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে তিনি শোকজের জবাব দেন।
আরও পড়ুন: পাবনার সেই আ.লীগ নেতা মিন্টুকে শোকজ
নুর ইসলাম মিন্টু বলেন, ‘কমিটি আমাকে যে শোকজ করেছিল আমি নিজে হাজির হয়ে তার লিখিত জবাব দিয়েছি। সেখানে জানিয়েছি আবেগের কারণে আমি ওই বক্তব্য দিয়েছিলাম। আমার ভুল হয়েছে স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।’
এর আগে, গতকাল মঙ্গলবার সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটি মিন্টুকে ‘শোকজ’ দেন। নোটিশে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় কমিটির কাছে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: ‘ভোট হবে একমাত্র নৌকার, এ ছাড়া এজেন্ট থাকবে না’
শোকজ নোটিশে বলা হয়, আপনি নুর ইসলাম মিন্টু গত রোববার রাতে উপজেলার মল্লিকচক গ্রামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্যে বলেছেন, ‘মন্ডতোষ ইউনিয়নে ভোট হবে উৎফুল্ল মনে, একমাত্র নৌকার। একমাত্র মকবুল সাহেবের নৌকার। এর বাইরে কোনো লোক কোনো এজেন্টও থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা মমিনপাড়া সেন্টার (ভোটকেন্দ্র) দখল করে রাখবো। আমরা ওপেন ভোট দেবো। আপনারা শুধু সহযোগিতা করবেন আমাদের।’
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। যা নির্বাচন-পূর্ব একটি অনিয়ম। আপনার উক্তরূপ কাজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মর্মে প্রতিয়মান হয়েছে। আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় স্বশরীরে নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হলো।
শাহীন/মাসুদ
- ৩ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৩ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৩ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৩ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৩ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৩ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৩ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৩ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৩ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৩ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৩ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৩ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৩ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৩ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৩ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম