নির্বাচন অবাধ করতে কেন্দ্রের ভেতরে ভারসাম্য তৈরি করতে হবে: সিইসি
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ করতে কেন্দ্রের ভেতরে ভারসাম্য তৈরি করতে হবে। প্রার্থীদেরকে কেন্দ্রে অবশ্যই পোলিং এজেন্ট নিশ্চিত করতে হবে। যদি পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় তাহলে তাৎক্ষণিক প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। ভোট শেষে এজেন্টের বিষয়ে যদি কোনো অভিযোগ করা হয় তখন সেটি গ্রহণযোগ্য হবে না।’
রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মহমনসিংহ শহরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার প্রশাসন ও আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতিও রয়েছে। কেন্দ্রের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবেন। নির্বাচন অবাধ করার জন্য আমরা অনেককেই বদলি করেছি। এখনো অনেকের বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ পাচ্ছি। সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বদলির বিষয়ে তিনি আরও বলেন, ওসি, এসপি, ডিআইজি, আইজি যে কেন্দ্রেই যাক না কেন, খেলাটা হবে প্রার্থীদের মধ্যে ভোটের দিন। কেন্দ্রের ভিতরে কিন্তু আইজি, ডিআইজি ডুকতে পারবেন না। শুধুমাত্র রিটার্নিং অফিসার কেন্দ্রে ডুকতে পারবেন। প্রিজাইডিং অফিসার যদি কেন্দ্রে তার কতৃত্ব বজায় রাখতে পারেন তাহলে ওসি, ইউএনও, এসপি, ডিআইজি, কিছুই করতে পারবেন না। আর যদি কেউ প্রভাব খাটাতে চান তিনি যেই হোক, তাকে শাস্তির আওতায় আনা হবে।
এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে প্রার্থীদের সাথে মতবিনিময় করেন কাজী হাবিবুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন কার্যালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, এসপি মাছুম আহম্মেদ ভূঞা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ প্রমুখ।
মিলন/মাসুদ
- ০ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ০ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ০ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ০ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ০ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ০ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ০ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ০ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ০ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ০ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ০ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ০ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ০ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ০ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ০ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম