ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নারায়ণগঞ্জ-১

নৌকায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ-গ্যাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ২৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৮:০৭, ২৫ ডিসেম্বর ২০২৩
নৌকায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ-গ্যাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার 

নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটারদের বাড়ির পানি-বিদ্যুৎ ও গ্যাস বন্ধের হুমকি দিয়েছেন নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। গতকাল (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকা’ প্রতীকের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। 

ভিডিওতে শেখ ফরিদ ভূঁইয়া মাসুমকে বলতে শোনা যায়, ‘নৌকা মার্কায় আপনাদের ভোট দিতেই হবে। এটা আপনারা মনে রাইখেন। নয়তো আপনাদের এই যে পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, এগুলো কিন্তু কিছুই থাকবে না। এগুলা কিচ্ছু থাকব না, ঠিক আছে? আপনারা একটা জিনিস মনে রাখবেন, নৌকায় ভোট না দিলে খবর আছে।’

সোমবার (২৫ ডিসেম্বর) তৃণমূল বিএনপির মহাসচিব এবং রূপগঞ্জ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত প্রার্থীদের মতবিনিময় সভায় আছি। আমি এখানে রূপগঞ্জে নৌকায় ভোট না দিলে ছাত্রলীগ নেতা কর্তৃক রূপগঞ্জের ভোটারদের পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে সে বিষয়টি প্রশাসনের কাছে উপস্থাপন করেছি। এর আগেও আমি রূপগঞ্জে নৌকার প্রার্থীর লোকজন কর্তৃক প্রকাশ্যে টাকা বিতরণ, আমার নির্বাচনি ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলাসহ নানা অভিযোগ করেছি। রূপগঞ্জে নৌকার প্রাথী ও তার লোকজন ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন।’ 

এবিষয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া বলেন, ‘নৌকার লোকজন আমার বিভিন্ন এলাকার নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছেন। অনেক এলাকায় পোস্টার ছিঁড়ে ফেলেছে তারা। শনিবার (২৩ ডিসেম্বর) মুড়াপাড়া এলাকার একটি মন্দিরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম নৌকায় ভোট না দিলে সাধারণ লোকজনের পানি ও গ্যাস বন্ধ করার যে হুমকি দিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হাওয়া নিয়ে শঙ্কায় আছি।’

অনিক/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়