লালমনিরহাট-১
এমপির এপিএসের বিরুদ্ধে মামলা করতে ইসির নির্দেশ
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা ও হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে অন্য যাদের নাম রয়েছে তারা হলেন- ফেরদৌস হোসেন, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, হাসান আলী, আসাদ হোসেন, নুরুন্নবী, রবিউল ইসলাম খান, শফিক হোসেন, শাহেদুল ইসলাম, শহিদুল ইসলাম, এসকে, ওমেদ আলী, রাজন মিয়া, রাশেদুল ইসলাম রানা, রুবেল, ইলিজা বেগম, রেনুকা বেগম রেনু, নুরুনব্বী এবং এরশাদ।
এর আগে, গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে নির্বাচনি অনুসন্ধান কমিটির সুপারিশে জুডিশিয়াল ম্যাজিট্রেটের আদালতে ও থানায় নিয়মিত অভিযোগ দায়েরের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ তার লোকজন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনি অফিস তৈরিতে বাঁধাসহ ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয়েছে।
জামাল/মাসুদ
- ৩ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ৩ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ৩ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ৩ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ৩ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ৩ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ৩ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ৩ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ৩ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ৩ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ৩ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ৩ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ৩ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ৩ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ৩ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম