ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

লালমনিরহাট-১ 

এমপির এপিএসের বিরুদ্ধে মামলা করতে ইসির নির্দেশ

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৯:৫০, ৬ জানুয়ারি ২০২৪
এমপির এপিএসের বিরুদ্ধে মামলা করতে ইসির নির্দেশ

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকের প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা ও হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। 

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ উল‌্যাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

চিঠিতে অন্য যাদের নাম রয়েছে তারা হলেন- ফেরদৌস হোসেন, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, হাসান আলী, আসাদ হোসেন, নুরুন্নবী, রবিউল ইসলাম খান, শফিক হোসেন, শাহেদুল ইসলাম, শহিদুল ইসলাম, এসকে, ওমেদ আলী, রাজন মিয়া, রাশেদুল ইসলাম রানা, রুবেল, ইলিজা বেগম, রেনুকা বেগম রেনু, নুরুনব্বী এবং এরশাদ। 

এর আগে, গতকাল শুক্রবার রাতে নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে নির্বাচনি অনুসন্ধান কমিটির সুপারিশে জুডিশিয়াল ম্যাজিট্রেটের আদালতে ও থানায় নিয়মিত অভিযোগ দায়েরের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ তার লোকজন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনি অফিস তৈরিতে বাঁধাসহ ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয়েছে।  

জামাল/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়