ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

নির্বাচনি সহিংসতায় নেত্রকোনায় নিহত ১

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ২২:১৮, ৮ জানুয়ারি ২০২৪
নির্বাচনি সহিংসতায় নেত্রকোনায় নিহত ১

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে নির্বাচনি সহিংসতায় আহত নূরুল আমিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত নূরুল আমিন আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দেওগাও গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

নূরুল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ফুপাতো ভাই সাবেক ইউপি সদস্য ভুলু মিয়া অভিযোগ করেছেন, রোববার রাতে স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দীন তালুকদার পিন্টুর বিজয় মিছিলে নৌকার সমর্থকরা হামলা করে। এতে নূরুল আহত হন। সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, রোববার রাতে আটপাড়ায় কয়েকটি স্থানে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। শুনেছি নূরুল আমিন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সেতু/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়