ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

জন্ম নিবন্ধনে জালিয়াতির অভিযোগ, ফেনী পৌরসভার ২ কর্মচারী বরখাস্ত

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  
জন্ম নিবন্ধনে জালিয়াতির অভিযোগ, ফেনী পৌরসভার ২ কর্মচারী বরখাস্ত

পৌরসভার বাসিন্দা নন এমন এক ব্যক্তিকে জাল জন্ম নিবন্ধন সনদ করে দেওয়ার অভিযোগে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এই বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সচিব আবুজর গিফরী।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন- পৌরসভার কর আদায়কারী নুরুল হুদা এবং স্বাস্থ্য সহকারী পিংকু চন্দ্র দাস।

পৌরসভার সচিব আবুজর গিফরী বলেন, ভুয়া জন্ম নিবন্ধন সনদ ইস্যুতে জড়িত থাকার অপরাধে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভায় দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতি করে কেউ পার পাওয়ার সুযোগ পাবেন না। জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া মাত্রই দুই জন কর্মচারীর বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে তাদের বিষয় পূর্ণাঙ্গ ব্যবস্থা নেওয়া হবে।

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়