ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

হাতি তাড়ানোর ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৩০ মার্চ ২০২৪  
হাতি তাড়ানোর ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু

উসমান আলী

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির তাড়া খেয়ে হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম উসমান আলী। ভূমিহীন পরিবারের সন্তান উসমান সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে। 

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার ভারত সমীন্তবর্তী নাকুগাঁও পাহাড়ে হাতি তাড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

পরিবারের সদস্যরা জানায়, মাত্র আড়াই মাস আগে উসমান বিয়ে করেছে। শুক্রবার মধ্যরাতে একদল বন্যহাতি নাকুগাঁও পাহাড়ি এলাকায় বোরো ধানের ক্ষেতে হানা দিলে তা প্রতিরোধে বাড়ি থেকে বের হয়। এ সময় স্থানীয় কৃষকরা তাদের ফসলের খেত বাঁচাতে বন্যহাতি তাড়াতে যান। হাতি তাড়ানোর একপর্যায়ে বন্যহাতির দল পাল্টা তাড়া দিলে উসমান আলীসহ অন্যরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পা পিছলে খেতের আইলে পড়ে গেলে পাশে থাকা বৈদ্যুতিক জেনারেটরের খোলা তারে জড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
 

তারিকুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়