ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১৩ এপ্রিল ২০২৪  
নড়াইলে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

নড়াইলের কালিয়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বাবরা-হাছলা ইউনিয়নের বাবরা গ্রামে শেখ ফরিদ উদ্দিন ও নাসির উদ্দিন পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই গ্রামের সৈয়দ শহীদ আলীর ছেলে সোহাগের সঙ্গে অপর পক্ষ ইমরুল শেখের ছেলে নাবিলের ক্রিকেট খেলা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাঠে থাকা অন্যরা তাদেরকে থামিয়ে দেয়। এ ঘটনার জের ধরে শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শরিফুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়