ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

গমের ভালো ফলন ও দামে কৃষকের মুখে স্বস্তির হাসি

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ১৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:৫০, ১৯ এপ্রিল ২০২৪
গমের ভালো ফলন ও দামে কৃষকের মুখে স্বস্তির হাসি

গম কেটে ঘোড়ার গাড়িতে বাড়ি নিচ্ছেন কৃষক। বৃহস্পতিবার চাটমোহরের বরদানগর মাঠ থেকে তোলা।

পাবনার চাটমোহরে গমের ভালো ফলন ও দাম পাওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। ইতোমধ্যে নির্বিঘ্নে গম কেটে ঘরে তুলেছেন তারা। এ বছর গম চাষিরা বিঘা প্রতি লাভ করেছেন প্রায় ১০ হাজার টাকা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর চাটমোহর উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৩ হাজার ৭১০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ২৪০ হেক্টর জমিতে গম চাষ বেশি হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে প্রায় ৩ দশমিক ৮৪ মেট্রিক টন। সে হিসেবে উপজেলায় গমের উৎপাদন হয়েছে ১৪ হাজার ২৪৬ মেট্রিক টন।

উপজেলার রামনগর গ্রামের গম চাষী বকুল হোসেন বলেন, চাষ, বীজ, সার, সেচ, আগাছা পরিষ্কার, কীটনাশক ও কর্তন শ্রমিক খরচসহ গম চাষে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় সাত হাজার টাকা। বিঘা প্রতি ফলন পাওয়া গেছে দশ থেকে এগারো মণ। বর্তমান বাজারে প্রতি মণ গম বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। সে হিসেবে বিঘা প্রতি কৃষক ১০ হাজার টাকার মত লাভ পাচ্ছেন।

গম চাষী রেজাউল করিম বলেন, এক বিঘা জমিতে গম আবাদে এবার আমার খরচ হয়েছিল আট হাজার টাকা। সাড়ে ১১ মণ গম পেয়েছি। যার বাজার মূল্য প্রায় ১৯ হাজার টাকা।

তিনি আরও বলেন, এবার গম চাষে কৃষক বিঘা প্রতি প্রায় দশ হাজার টাকা লাভ পেয়েছেন। তবে, যারা বর্গা চাষ করেন বা অন্যের জমি ইজারা নিয়ে গম চাষ করেছিলেন তারা এতটা লাভ করতে পারেননি।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, চাটমোহরে সাধারণত বারি-৩০, বারি-৩২, বারি-৩৩, ডব্লিউএমআরআই-১, ডব্লিউএমআরআই-২ ও ডব্লিউএমআরআই-৩ জাতের গম চাষ বেশি হয়। এ বছর আবহাওয়া গম চাষের অনুকূলে ছিল। চাষীরা ভাল ফলনের সাথে দামও ভাল পাচ্ছেন।

শাহীন/ফয়সাল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়