ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মায়ের কোলে ফিরে যা বললেন এভারেস্টজয়ী বাবর

রেজাউল করিম, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২৯ মে ২০২৪   আপডেট: ১২:৫৫, ২৯ মে ২০২৪
মায়ের কোলে ফিরে যা বললেন এভারেস্টজয়ী বাবর

বাবা ও মায়ের সঙ্গে বাবর আলী

এভারেস্ট ও লোৎসে পর্বত জয় করে মায়ের কোলে ফিরেছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী।

মঙ্গলবার (২৮ মে) রাত ১১টার দিকে তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট গ্রামের বাড়িতে পৌঁছানা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে নিজ গ্রামের বাড়ি পর্যন্ত বাবর আলীকে স্বাগত জানাতে অপেক্ষমান ছিলেন অনেক মানুষ।

আরো পড়ুন:

গ্রামে ফিরে বাবর আলী মাকে জড়িয়ে ধরে বললে, ‘আমি গর্বিত’।

বাবর আলীর এভারেস্ট জয়ের সমন্বয়ক ফারহান জামান বুধবার (২৯ মে) সকালে রাইজিংবিডিকে জানান, আগামী ৩ জুন দেশে ফেরার কথা ছিলো বাবর আলীর। কিন্তু সবার অপেক্ষা যেন তর সইছিলো না। পরে তাকে মঙ্গলবার দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাবর আলী। সেখানে তাকে বন্ধু স্বজন ও পরিবারের সদস্যরা ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এরপর বিমানন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দুরে হাটহাজারী নজু মিয়া হাট গ্রামের বাড়িতে পৌঁছান রাত ১১টার দিকে।

গ্রামের বাড়িতে পৌঁছে বাবর আলী মাকে জড়িয়ে ধরে প্রথমেই যে বাক্যটি বলেন তা হলো ‘আমি গর্বিত। আমার মায়ের সন্তান হিসেবে আমি যেমন গর্ববোধ করছি তেমনি এভারেস্ট জয়ের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরেও গর্ববোধ করছি। ’

বাবর আলী বলেন, আমার আত্মবিশ্বাস ছিলো এভারেস্ট ও লোৎসে পর্বত জয় করে সুস্থভাবে দেশে ফিরতে পারবো। শেষ পর্যন্ত আমি পেরেছি। আমার মায়ের দোয়া ছিলো সব সময়ই আমার সাথে। সমগ্র দেশবাসী আমাকে শুভকামনা জানিয়েছে। দোয়া করেছে। আমি আজ সফল হয়েছি।

/ইমন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়