ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীর তালাবদ্ধ ওষুধের দোকানে মিললো স্ত্রীর গলাকাটা মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ৮ জুন ২০২৪   আপডেট: ০৯:০৬, ৮ জুন ২০২৪
স্বামীর তালাবদ্ধ ওষুধের দোকানে মিললো স্ত্রীর গলাকাটা মরদেহ

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় স্বামীর তালাবদ্ধ ওষুধের দোকান থেকে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামাল মার্কেটের একটি ওষুধের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

নিহত গৃহবধূ রেহেনা আক্তার (২৭) যশোর জেলার সদরের মো. কিবরিয়ার (৪০) স্ত্রী। তাদের বাড়িও একই জেলায় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি ধারালো বটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

মার্কেটের মালিক মোস্তফা কামাল বলেন, শুক্রবার সারা দিন ফার্মেসি বন্ধ থাকায় অনেক মানুষ দোকান থেকে ওষুধ ও মোবাইল ফোনে রিচার্জ করতে এসে ফিরে যায়। পরে পাশের মুদি দোকানি সোহেল আমাকে বিষয়টি জানায়। এরপর শাটারের নিচ দিয়ে দোকানের ভেতর দেখি, আলো জ্বালানো, একজন নারী পড়ে আছেন। সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তালা ভেঙে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে। 

মোস্তফা কামাল বলেন, ওই গৃহবধূর স্বামী ফার্মেসির ভেতর থাকতেন। এখানেই রান্না করে খেতেন। তিন দিন আগে তার স্ত্রী এখানে আসেন। তার বিষয়ে এর বেশি কিছু বলতে পারব না।

রফিক/ইমন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়