ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

নিহত পুলিশ কনস্টেবলের ৬ বছরের মেয়ে বারবার খুঁজছে বাবাকে

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১২:১৯, ৩ আগস্ট ২০২৪
নিহত পুলিশ কনস্টেবলের ৬ বছরের মেয়ে বারবার খুঁজছে বাবাকে

হাসপাতালে স্বজনদের ভিড়। ইনসেটে সুমন ঘরামী। ছবি: রাইজিংবিডি

খুলনায় কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল সুমন ঘরামীর ছয় বছর বয়সী একমাত্র মেয়ে স্নিগ্ধা বারবার বাবাকে খুঁজছে। কিন্তু শিশুটি এখনও যানে না তার বাবা আর কখনো ফিরবে না। সে তার মায়ের কান্না দেখছে, আর বাবা বাবা বলে ডাকছে।

শুক্রবার (২ আগস্ট) রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গেলে এমন দৃশ্যের দেখা মেলে। এ সময় সুমন ঘরামীর স্ত্রী মিতু বিশ্বাস আহাজারি করছিলেন। তার আহাজারিতে ভারী হয়ে উঠে হাসপাতাল।

সুমন ঘরামীর বাড়ি বাগেরহাটের কচুয়ায়। তিনি সুশীল কুমার ঘরামী ও গীতা রাণী ঘরামীর ছেলে। স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায়। সুমন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তিন দফা সংঘর্ষ হয়। এ সময় সুমন ঘরামী নিহত হন। তার মৃত্যুতে কেএমপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক বিবৃতিতে পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নূরুজ্জামান/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়