ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনা-কাদেরের বিরুদ্ধে রংপুরে আরও এক হত্যা মামলা 

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:১৭, ৩ সেপ্টেম্বর ২০২৪
শেখ হাসিনা-কাদেরের বিরুদ্ধে রংপুরে আরও এক হত্যা মামলা 

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ফাইল ফটো

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ আল তাহির (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আরও একটি হত্যা মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন তাহিরের মা শিরিন বেগম।

আরো পড়ুন:

আরও পড়ুন: রংপুরে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা

মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সাবেক পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা, সিটি করপোরেশনের কাউন্সিলরসহ জেলা পুলিশের ১০০-১৫০ সদস্যকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শাহ মো. মেজবাহুল মান্নান।

নিহত আব্দুল্লাহ আল তাহির রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ঢাকার বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অষ্টম সেমিস্টারের ছাত্র ছিলেন।

তাহির হত্যা মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী টিপু মুনশি, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম-আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সফি, সাবেক সংসদ সদস্য ডিউক চৌধুরী, নাছিমা জামান ববি প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল রংপুর প্রেসক্লাব থেকে বের হয়। মিছিলটি সিটি করপোরেশনের দিকে আসলে বিপরীত দিক থেকে আসামিরা দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলাসহ মিছিলে গুলি করে। এ সময় তাহির গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

এর আগে, গত ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানার কগনিজেন্স আদালতে তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানকসহ ৪০ জনের নামে এবং নাম না জানা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আমিরুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়