ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী ফয়সাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৪  
চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী ফয়সাল গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী ফয়সালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানায় র‌্যাব-৭ এর মিডিয়া বিভাগ। 

র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা শরিফ উল আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবলীগ কর্মী কিলার ফয়সালকে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে গুলিবর্ষণ করতে দেখা যায়। চট্টগ্রামের মহানগরীর চকবাজার এলাকায় অবস্থান করছেন এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন:

র‌্যাব জানায়, গত ৫ আগস্ট চট্টগ্রাম নগরের লালদিঘী জেলা পরিষদের সামনে দিয়ে যাওয়ার সময় সাবেক দুই প্রভাবশালী মন্ত্রী ও অন্যান্য আরো ২৮ জন আসামির সহায়তায় ছাত্র-জনতার ওপর গুলি চালান ফয়সাল।

গ্রেপ্তারের পর ফয়সাল ছাত্র-জনতার ওপর গুলি চালানোর সত্যতা স্বীকার করেছেন। চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও হত্যা চেষ্টা সংক্রান্ত ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফয়সালকে চট্টগ্রাম কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়