ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমাদের প্রত্যাশা জবাবদিহিতামূলক সরকার গঠন করা: তারেক রহমান

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:১৩, ১০ ডিসেম্বর ২০২৪
আমাদের প্রত্যাশা জবাবদিহিতামূলক সরকার গঠন করা: তারেক রহমান

কুমিল্লা নগরীর ফান টাউন অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান বক্তব্য দেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‍“যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে  চাই, তাহলে প্রতিটি সেক্টরে আমাদের জবাবদিহিতা থাকতে হবে। যদি জবাবদিহিতা থাকে তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। আমাদের প্রত্যাশা আগামীতে দেশের জনগণের জন্য জবাবদিহিতামূলক সরকার গঠন করা।” 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর ফান টাউন অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

তারেক রহমান বলেন, “প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে আমাদের ৩১ দফা পৌঁছে দিতে হবে। ৩১ দফা দিয়েই যে দেশের পরিবর্তন হয়ে যাবে এমন নয়, যে কেউ চাইলে আমাদেরকে নতুন কোনো প্রস্তাবও করতে পারেন। আমাদের মূল লক্ষ্য এই দেশকে নতুনভাবে গড়ে তোলা।” 

তিনি বলেন, “বিএনপির ওপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আমাদের উঠা-বসা, কাজ-কর্ম এবং কথাবার্তা এমন হতে হবে যাতে মানুষ আমাদের ওপর নিজেদের আস্থা ধরে রাখতে পারেন। সবার প্রচেষ্টার মধ্য দিয়ে এই কাজ করতে হবে।” 

তিনি আরো বলেন, “বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, দেশকে যারা ধ্বংস করে দিয়েছে, সেই দেশকে আবার নতুন করে গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে দলের ৬০ লাখ নেতাকর্মী গায়েবি মামলা ও অত্যাচারের শিকার হয়েছেন, সেই দলের ওপর এ দেশের মানুষ আস্থা রাখতে চান। তাই আমাদের চেষ্টা করতে হবে, মানুষের জন্য ভালো কিছু করা।” 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ক্ষমতায় গেলে সারাদেশে আমরা এক লাখ পল্লী চিকিৎসক নিয়োগ করব। যাদের মধ্যে ৭০ থেকে ৮০ হাজার হবেন নারী। যাতে নারীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে চিকিৎসা সেবা নিতে পারেন।” 

তিনি বলেন, “আমরা চাই শিশুরা যাতে প্রাইমারি লেভেল থেকেই দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পারে। তাহলে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। এ কারণে প্রাথমিক পর্যায়ে শিশুদের দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে শিক্ষা দিতে হবে।” 

তারেক রহমান বলেন, “বিগত স্বৈরাচারের আমলে যারা গুম হয়েছেন ও সরকার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আগামীতে তাদের এলাকার যেকোনো একটি স্থাপনা তাদের নামে নামকরণ করা হবে।”

এর আগে আজ সকালে কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদি আমিন ।

কর্মশালায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর, কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি নেতারা।

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়