রাগ করে শিশুকে পানিতে ফেলে হত্যা মায়ের
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত শিশুর স্বজনদের আহাজারি
টাঙ্গাইলের বাসাইলে মোহাম্মদ আলী নামের দুই বছর বয়সী এক শিশুকে রাগ করে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকার ইব্রাহিম আলীর ছেলে।
এলাকাবাসী জানান, গত রাত ৩টার দিকে রাগ করে মোহাম্মদ আলীকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেয় তার মা হিরা বেগম। ভোরে স্থানীয়রা ওই পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে হিরা বেগম বলেন, ‘‘সে সময় আমার হিতাহিত জ্ঞান ছিল না। কীভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না।’’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/কাওসার/রাজীব