ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ১৩ জানুয়ারি ২০২৫  
সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

জুয়েল রানা। ফাইল ফটো

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১২ জানুয়ারি) এ ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর আগে, গত শনিবার এ ঘটনা ঘটে।

চৌহালী উপজেলা বিএনপি সভাপতি জাহিদ মোল্লা বলেন, ‘‘অভিযুক্ত বিএনপির নেতাকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নেটিশ দেওয়া হয়েছে।’’

আরো পড়ুন:

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা বলেন, ‘‘আমাকে নিয়ে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে পরে কথা বলব।’’

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার এক স্কুলছাত্রকে ধর্ষণ করেন জুয়েল রানা। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ হতে থানায় অভিযোগ দায়ের করতে গেলে স্থানীয় বিএনপি নেতারা উপযুক্ত বিচার দেওয়ার আশ্বাস দিয়ে তাদের ফিরিয়ে দেন।

এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘‘লোকমুখে বিষয়টি শুনেছি। তবে, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়