বড় ভাইয়ের ট্রাক্টরের নিচে পড়ে ছোট ভাইয়ের মৃত্যু
হবিগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বড় ভাইয়ের ট্রাক্টরের নিচে পড়ে ছোট ভাই নাইম মিয়া (১০) নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম মিয়া উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রহমত আলীর ছেলে। তার বড় ভাইয়ের নাম কাইয়ুম মিয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বোরো ধান রোপণ করার জন্য একটি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন কাইয়ুম মিয়া। এ সময় জমির আইলে দাঁড়ানো নাইম মিয়া হঠাৎ দৌড় দিলে ট্রাক্টরের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আজহারুল/রাজীব