ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সিরাজগঞ্জ জেলা কমিটি স্থগিত, আন্দোলন প্রত্যাহার  

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২৫
সিরাজগঞ্জ জেলা কমিটি স্থগিত, আন্দোলন প্রত্যাহার  

সিরাজগঞ্জ কমিটি বাতিলের দাবিতে সোমবার বিকেলে সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি স্থগিত করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক জরুরি নোটিশে কমিটি স্থগিতের কথা জানানো হয়।  

এদিকে, কমিটি স্থগিত হওয়ার খবরে মহাসড়ক ও রেললাইন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে নিয়েছেন সিরাজগঞ্জে সংগঠনটির একটি অংশের শিক্ষার্থীরা। রাত ৮টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক মুনতাসীর মেহেদী।

আরো পড়ুন:

এর আগে, নতুন কমিটি বাতিলের দাবিতে আজ বিকেলে সাড়ে ৪টার দিকে যমুনা সেতু পশ্চিম পাড়ে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বিকেল ৫ টা ৪৭ মিনিটে আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করেন। এতে যমুনা সেতু পশ্চিম পাড় সয়দাবাদ রেলওয়ে স্টেশনে দুটি ট্রেন আটকা পড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক মুনতাসীর মেহেদী বলেন, “কেন্দ্রীয় কমিটির নির্দেশে সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি স্থগিত করা হলে রাত ৮টার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।”

যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আলিম বলেন, “বিকেল ৫টা ৪৭ মিনিটে স্টেশনে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে রাত ৭টা ৫ মিনিটে শিক্ষার্থীরা রেললাইন ছেড়ে দিলে ট্রেন দুইটি গন্তব্যে ছেড়ে যায়।”

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, “শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এ কারণে মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।” 

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়