ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রতীকী ছবি

যশোরের কেশবপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু, ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে, গত বুধবার তাকে বরখাস্ত করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষা সফরে নাটোর যায় শিক্ষার্থীরা। রাতে সেখান থেকে ফেরার পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ আইচ ওই ছাত্রীকে বাড়ি পৌঁছে দিতে যান। পথে মেয়েটির শ্লীলতাহানি ঘটান তিনি।

এ বিষয়ে কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর বলেন, ‘‘বুধবার ছাত্রীর বাবার অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করি। তাদের নির্দেশনা অনুযায়ী, ওই শিক্ষককে সেদিনই সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু, এলাকাবাসী তার স্থায়ী বহিষ্কার চেয়ে বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ কারণে পাঠদান বন্ধ হয়ে যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষের তালা খোলা হয়েছে।’’

অভিযোগের বিষয়ে জানতে সহকারী শিক্ষক বিশ্বনাথ আইচের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ আইচকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

ঢাকা/রিটন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়