ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ২১ মার্চ ২০২৫   আপডেট: ১৯:২৮, ২১ মার্চ ২০২৫
কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি সিফাত মুন্সি

পটুয়াখালীর দুমকী উপজেলায় এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সিফাত মুন্সিকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে পিরোজপুর জেলার নাজিরপুর থানার জুকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

আজ দুপুর ২টার দিকে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার জাহিদ আসামি গ্রেপ্তারের তথ্য জানান। 

ভুক্তভোগী ওই কলেজছাত্রী জুলাই বিপ্লবে শহীদের মেয়ে।

আরো পড়ুন: পটুয়াখালীর সেই পরিবারটির সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

গ্রেপ্তার সিফাত মুন্সি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামের সোহাগ মুন্সির ছেলে। 

এসপি আনোয়ার জাহিদ বলেন, “এটি একটি স্পর্শকাতর মামলা। আমরা দ্রুততম সময়ের মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” 

আরো পড়ুন: ধর্ষণের ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ

পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, “সম্প্রতি দুমকী থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ নম্বর আসামি সিফাত মুন্সিকে তার নানা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।”

গত ১৮ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যায় দুমকী উপজেলার আলগী এলাকায় ওই মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরদিন ১৯ মার্চ ভুক্তভোগী নিজে বাদী হয়ে দুমকী থানায় মামলা করেন। মামলার ১ নম্বর আসামি সাকিব মুন্সি (১৭) ঘটনার পরপরই পুলিশের হাতে গ্রেপ্তার হন। 

আরো পড়ুন: জুলাই বিপ্লবে শহীদ জসিমের মেয়েকে ‌সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে গত বুধবার অভিযান চালিয়ে সাকিব মুন্সিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ সিফাত মুন্সিকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করে। তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।” 

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়