ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ঈদ জামাত’ নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে নিহত ১

হবিগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২৯ মার্চ ২০২৫   আপডেট: ০৯:৩৭, ২৯ মার্চ ২০২৫
‘ঈদ জামাত’ নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে নিহত ১

ফাইল ফটো

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ‘ঈদ জামাত’ নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত আব্দুল কাইয়ুম সদরঘাট দক্ষিণ পাড়ার মজুদ উল্লাহর ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মুজাহিদ আলী (৩৫)। তিনি একই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মসজিদে তারাবির নামাজের সময় আব্দুল কাইয়ুম ও মুজাহিদ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুজাহিদ আলী কাইয়ুমকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান।

স্থানীয়দের বরাতে দেবপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন বলেন, “ঈদের জামাত সংক্রান্ত বিষয় নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে ঘটনাটি ঘটেছে।”

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, “মরদেহ সিলেট থেকে এলে থানায় নিয়ে সুরতহাল করা হবে। এরপর হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।”

ঢাকা/আজহারুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়