ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:০৬, ১৬ এপ্রিল ২০২৫
গাজীপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

ফাইল ফটো

গাজীপুরের কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর এলাকায় মাঠে কাজ করার সময় শুক্কুর আলী (৫৫) এবং কাপাসিয়ার ভূলেশ্বর গ্রামে  ইফাজ উদ্দিনের মৃত্যু হয়। তারা দুইজনই কৃষক ছিলেন।

আরো পড়ুন:

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন ও কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শুক্কুর আলী কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়নগর গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের সুবাদে শ্বশুরবাড়ি মানিকপুর এলাকায় ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, আজ দুপুরে শুক্কুর আলী ফসলের মাঠে কাজ করছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই শুক্কুর আলী মারা যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।

ওসি আরো জানান, প্রাকৃতিক দুর্যোগে সচেতনতা জরুরি। বাংলাদেশে প্রতি বছর বর্ষা মৌসুমে বজ্রপাতে বহু মানুষ প্রাণ হারান, যাদের অধিকাংশই কৃষক ও খোলা মাঠে কর্মরত শ্রমজীবী। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে অথবা উঁচু কোনো স্থানে অবস্থান না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া উচিত বলেও জানান তিনি।

কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক জানান, আজ দুপুরে ভূলেশ্বর গ্রামের ইফাজ উদ্দীন গরু আনতে মাঠে যান। এ সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন পরিবারের সদস্যরা। সেখানকার চিকিৎসক ইফাজ উদ্দীনকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

মারা যাওয়া ইফাজ উদ্দিন উপজেলার ভূলেশ্বর এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে।

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়