চাঁদপুরে দুই অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

চাঁদপুরে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
বুধবার (৭ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার দেবপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত এনাম হোসেন জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল ইউনিয়নের নাটেহারা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
বাকিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, ‘‘চাঁদপুর থেকে হাজীগঞ্জ যাচ্ছিল একটি অটোরিকশা। দেবপুর এলাকায় এলে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনাম হোসেন নামের এক যুবক নিহত ও শিশুসহ পাঁচজন আহত হন।’’
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/অমরেশ/রাজীব