ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে গৃহবধূর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১৬ মে ২০২৫  
কু‌ড়িগ্রা‌মে বজ্রপা‌তে গৃহবধূর মৃত্যু

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে গরু আন‌তে গি‌য়ে বজ্রপা‌তে চা‌মে‌লী রাণী (৪০) না‌মে এক গৃহবধূর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দি‌কে উপ‌জেলার ধরণীবা‌ড়ি ইউনিয়‌নের মধুপুর ক্লি‌নি‌কের পাড় এলাকায় ঘটনাটি ঘ‌টে। মারা যাওয়া চামেলী রাণী একই গ্রামের মদন চ‌ন্দ্রের স্ত্রী।

আরো পড়ুন:

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র জানায়, আজ সকালে বৃষ্টি শুরু হলে চা‌মেলী রাণী খ‌ড়ের গাদায় বেঁধে রাখা গরু গোয়াল ঘ‌রে আন‌তে যান। এ সময় বজ্রপা‌ত হলে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। তার এক‌টি গরুও মারা যায়। 

উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান ব‌লেন, ‍“ঘটনস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়