ঢাকা     বুধবার   ১৮ জুন ২০২৫ ||  আষাঢ় ৪ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২৪ মে ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সড়কে গাছের গুঁড়ি ফেলে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির অভিযোগে দায়ের হওয়া মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা সদরের কামারগাঁও এলাকার চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম বলেন, “ডাকাতির অভিযোগে দায়ের হওয়া মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’’

আরো পড়ুন:

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আনন্দপুর-তিলপাড়া সড়কে সশস্ত্র ডাকাতদল সড়কে গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে ভাঙচুর ও লাশের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অজ্ঞাত ১৩-১৪ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছে।

আরো পড়ুন: লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে হামলা

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়