ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রংপুরে সাব কন্ট্রোল রুমের উদ্বোধন

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২ জুন ২০২৫  
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রংপুরে সাব কন্ট্রোল রুমের উদ্বোধন

রংপুর বিভাগের প্রবেশদ্বার মর্ডান মোড়ে সাব কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয়েছে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রংপুর বিভাগের প্রবেশদ্বার মর্ডান মোড়ে সাব কন্ট্রোল রুম স্থাপন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও র‍্যাব-১৩। 

সোমবার (২ জুন) দুপুরে যাত্রীসাধারণের নিরাপত্তা ও সেবাদানের লক্ষ্যে গৃহীত এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএমপি কমিশনার সাগরিকা মজিদ আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন র‍্যাব-১৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন। এছাড়াও আরপিএমপি ও র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। 

সাব কন্ট্রোল রুম থেকে ঈদ-পূর্ববর্তী ও ঈদ-পরবর্তী সময়ে যানবাহনের চলাচল, যাত্রীদের নিরাপত্তা ও জরুরিসেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।

পুলিশ কমিশনার সাগরিকা মজিদ আলী বলেন, ‘‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেজন্য আমরা কাজ করছি। এই সাব কন্ট্রোল রুম থেকে সব ধরনের তথ্য, দিকনির্দেশনা ও সহায়তা দেয়া হবে।’’ 

র‍্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন বলেন, ‘‘অপরাধ দমন ও যাত্রীদের সুরক্ষার জন্য র‍্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে। তারই অংশ হিসেবে এই সাব কন্ট্রোল রুম বিশেষ সহায়ক হবে।’’

সাব কন্ট্রোল রুমটি ঈদের আগ পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানানো হয়েছে।
 

ঢাকা/আমিরুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়