ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপ দ্বিগুণ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৪ জুন ২০২৫   আপডেট: ০৯:১১, ৪ জুন ২০২৫
ঈদযাত্রায় উত্তরের পথে যানবাহনের চাপ দ্বিগুণ

ঈদ করতে ট্রাকে চড়ে বাড়ি ফিরছে মানুষ। বুধবার সকালে তোলা ছবি

সড়ক পথে ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে এখন দ্বিগুণ গাড়ি চলাচল করছে সড়কে। ঘরমুখো মানুষদের অনেকেই গরুবাহী খোলা ট্রাকে বাড়ি ফিরছেন।

বুধবার (৪ জুন) সকালে মহাসড়কের নগরজলফৈ, রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকায় গণপরিবহনের জন্য মানুষদের সড়কে অপেক্ষা করতে দেখা গেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তারা অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন:

এদিকে, আজ ভোরের দিকে যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়। ফলে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। 

রাজশাহীগামী সুলতান বেপারি বলেন, “বাসগুলো ৩০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা আদায় করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।” 

বাস চালক গফুর মিয়া বলেন, “উত্তরবঙ্গ থেকে খালি গাড়ি নিয়ে ঢাকায় যেতে হয়। এ কারণে কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে। যানবাহনের চাপ বাড়লেও বর্তমানে সড়ক স্বাভাবিক রয়েছে।”

যমুনা সেতুর পূর্ব থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, “মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়