ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ২৫ জুন ২০২৫   আপডেট: ২০:৪২, ২৫ জুন ২০২৫
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তার বাম পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জারুলিয়াছড়ি বিওপির ৪৬ ও ৪৭ পিলারের সীমান্ত হতে ৩০০ থেকে ৪০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটে। আহত ওমর মিয়া কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা সাবের মিয়ার ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে সীমান্তে গরু ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ওমর মিয়া। সীমান্ত দিয়ে প্রায় সময় গরু ও মাদক আনা-নেয়া করতেন তিনি। বুধবার সকালে সীমান্তে চোরাই পণ্য আনতে গেলে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার পায়ের গোড়ালির নিচের অংশ বিছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল বলেন, ‘‘মাইন বিস্ফোরণে একজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করায়। পরে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নিয়ে গেছে বলে শুনেছি।’’

গত ২২ জুন নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে বাংলাদেশি কিশোরের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
 

ঢাকা/চাইমং/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়