চলতি মাসেই খুলতে পারে চিলমারী-হরিপুর ব্রিজ
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হরিপুর-চিলমারী তিস্তা সেতু শুক্রবার পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, “এলজিইডি এত বড় ব্রিজ আগে কোথাও নির্মাণ করেনি। আমরা এই ব্রিজের সব প্রকার কাজ পরিদর্শন করেছি। ইতোমধ্যে ব্রিজের ৯৬ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ১০ হতে ১৫ দিনের মধ্যে বাকি কাজ শেষ হবে।”
তিনি বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রংপুর জেলা একটি উল্লেখযোগ ভূমিকা পালন করেছে। আবু সাঈদ আমাদের একজন স্মরণীয় ব্যক্তিত্ব। এ কারণে মাননীয় উপদেষ্টার সঙ্গে কথা বলে চলতি মাসের শেষের দিকে হরিপুর-চিলমারী তিস্তা সেতু উদ্বোধনের তারিখ নিধারণ করে আপনাদের (গণমাধ্যম) জানানো হবে। উত্তরবঙ্গের মানুষের ভাগ্য বদলাতে এই ব্রিজের গুরুত্ব অনেক বেশি।”
শুক্রবার (৪ জুলাই) গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার তিস্তা পিসি গার্ডার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদেও বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “এখানে অসংখ্য কালভাট, সেতু ও অনেক রাস্তা রয়েছে। আর্চ ব্রিজের কিছু ত্রুটি ছিল। সেসব সমস্যা সমাধান করা হচ্ছে। বিধি মোতাবেক জমি অধিগ্রহণের টাকা পাবেন মালিকরা।”
এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ বলেন, “শুধুমাত্র ব্রিজের ওপরে লাইটিংয়ের কাজ এবং আর্চ ব্রিজের কাজ একটু বাকি রয়েছে। অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে।”
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সামছুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আবুল হাসান, প্রকল্প পরিচালক মো. আব্দুল মালেক, রংপুর অঞ্চলের তত্ত্বাবধায় প্রকৌশলী মো. আনিছুল ওয়াহাব খান, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোযাজ্জম আহমদ, গাইবান্ধাভ এলজিইডির নিবার্হী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস, সচিবের একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল নোমান সরকার, উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী।
এর আগে, সচিব ও তার সফরসঙ্গীরা হরিপুর-চিলমারি ব্রিজ পয়েন্টে এসে প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর তারা ব্রিজের গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ও কুড়িগ্রাম জেলার চিলমারী পয়েন্ট পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখেন।
এলজিইডি সূত্র জানায়, সৌদি আরব সরকারের অর্থায়নে প্রায় ৮৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ১,৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু। এলজিইডির তত্ত্বাবধানে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন সেতুটির নির্মাণ কাজ পরিচালনা করছে। সেতুর উভয় পাশে ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক এবং প্রায় ৩.৫ কিলোমিটার নদী শাসন কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা/মাসুম/মাসুদ