মানিকগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিতদের সংবর্ধনা
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মানিকগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত ক্যাব সংশ্লিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা
মানিকগঞ্জে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার নির্বাহী সভা ও প্রেসক্লাবের নব নির্বাচিত ক্যাব সংশ্লিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পাশা’র জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্যাব জেলা সভাপতি সামসুন্নবী তুলিপের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এনপিআই পরিচালক ড. ইঞ্জিনিয়ার ফারুক হোসেন।
অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, ক্যাব সহ-সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আশফাকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পাশা’র নির্বাহী পরিচালক মো. ফরিদ খান, ক্যাবের নির্বাহী সদস্য বিএম খোরশেদ, এসএম সাইফুল্লাহ, শাহীন তারেক, রিপন আনসারী, আজিজুল হাকিম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের সদ্য নির্বাচিত কমিটির ক্যাব সংশ্লিষ্ট সদস্যদের সম্মাননা জানানো হয়। এর মধ্যে রয়েছেন, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন আনসারী, কোষাধ্যক্ষ শাহীন তারেক, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন ও দপ্তর সম্পাদক আজিজুল হাকিম।
এর আগে, নির্বাহী সভায় ভোক্তা অধিকার রক্ষা, বাজার মনিটরিং এবং জনসচেতনতা বৃদ্ধিসহ জেলার গুরুত্বপূর্ণ ভোক্তা সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা/চন্দন/মেহেদী