ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি টিপু, সম্পাদক অমল

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৬ জুলাই ২০২৫  
কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি টিপু, সম্পাদক অমল

সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু ও সম্পাদক অমল মুখার্জি

পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নেছারউদ্দিন আহমেদ টিপুকে ( দৈনিক প্রথম আলো) সভাপতি ও অমল মুখার্জিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।  

শনিবার (৫ জুলাই) রাতে সাধারণ পরিষদের সভায় সকল সদস্যের সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে নতুন সভাপতি ও সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন৷ আগামী ১৩ মাস এ কমিটি বহাল থাকবে। গত বছরের ২১ জুলাই ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  

নতুন সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও আমরা কলাপাড়াবাসীসহ বিভিন্ন সংগঠন। 

আরো পড়ুন:

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়