ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ২ তরুণের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ৯ জুলাই ২০২৫   আপডেট: ১৯:১১, ৯ জুলাই ২০২৫
মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ২ তরুণের মৃত্যু 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় মেলখুম ট্রেইলে বেড়াতে গিয়ে মারা গেছেন দুই তরুণ। 

বুধবার (৯ জুলাই) বিকেল ৫টায় গালিব (২২) ও হৃদয় (২২) নামের ওই দুই তরুণের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

আরো পড়ুন:

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার সকালে ফেনী থেকে গালিব, হৃদয় ও মিরাজ মেলখুম ট্রেইলে ঘুরতে আসেন। সেখানে তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় বাসিন্দা রায়হান ও ফাহিম। দিন শেষে তারা আর ফিরে না আসায় বুধবার সকাল থেকে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। 

জয়নাল আবেদীন তিতাস বলেছেন, “বুধবার সকালে আমরা উদ্ধার অভিযান শুরু করি। প্রথমে আহত তিনজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৫টার দিকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। নিহত গালিব ও হৃদয় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। গালিবের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায় এবং হৃদয়ের বাড়ি ঢাকায়।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ধারণা করছেন, রাতের অন্ধকারে পাহাড়ি দুর্গম এলাকায় পথ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়