ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলিতে কাঁচা মরিচের দাম এক লাফে বাড়ল ১৩০ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১০ জুলাই ২০২৫  
হিলিতে কাঁচা মরিচের দাম এক লাফে বাড়ল ১৩০ টাকা

দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম এক লাফে ১৩০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কৃষকের মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় দাম বেড়েছে। এদিকে, হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগে যে কাঁচা মরিচ ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, আজ তা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।

আরো পড়ুন:

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল খালেক বলেন, ‘‘গত সপ্তাহেও ৩০ টাকা করে কাঁচা মরিচ কিনেছি। আজ ১৬০ টাকা কেজি দরে কিনলাম।’’

রফিকুল ইসলাম নামের একজন বলেন, ‘‘বাজারে কাঁচা মরিচের ঝাঁজ অনেক বেশি। দুই কেজি প্রয়োজন হলেও হাফ কেজি নিয়েছি।’’

হিলি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ‘‘গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কৃষকের জমিতে মরিচসহ ফুল নষ্ট হয়ে গেছে। যে কারণে বাজারে কাঁচা মরিচের আমদানি কমে গেছে। বেশি দামে কেনায় বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে দাম কমবে আশা করছি।’’

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়