গাজীপুরে ১০ লাখ টাকার নকল সিগারেটসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ১০ লাখ টাকার নকল সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) জরুন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম আশিক (২০)। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে ও কোনাবাড়ীতে ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় একটি সিগারেটের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৮ হাজার ৬৪০ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন বলেন, ‘‘গ্রেপ্তাকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নকল সিগারেটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’
ঢাকা/রেজাউল/রাজীব