মাগুরায় শাবল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মাগুরার শালিখা উপজেলায় স্বামীর বিরুদ্ধে সোনালী খাতুন (৩৮) নামের এক গৃহবধূকে শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোনালী খাতুন উপজেলার ছান্দড়া গ্রামের মজিদ মণ্ডলের মেয়ে। ওই গৃহবধূর স্বামীর নাম মিজানুর রহমান। তিনি হরিশপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বিদেশ থেকে ফিরে দেশের বিভিন্ন স্থানে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন মিজানুর। শনিবার ভোরে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন তিনি। এ সময় তার স্ত্রী দশ বছর বয়সী মেয়েকে নিয়ে ঘরের ভেতরে ঘুমচ্ছিলেন। গেট খোলার জন্য স্ত্রী সোনালীকে কয়েকবার ফোন করেন মিজানুর। কিন্তু, ঘুমে থাকায় স্ত্রী বিষয়টি টের পাননি। এতে ক্ষিপ্ত হয়ে মিজানুর দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং স্ত্রীকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘‘পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।’’
ঢাকা/শাহীন/রাজীব