আদালতের হাজতখানায় আসামির পকেটে মোবাইল, ৫ পুলিশ সদস্য ক্লোজড
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কক্সবাজার আদালতের হাজতখানায় হত্যা-ডাকাতিসহ একাধিক মামলার আসামি শাহীনের পকেটে মোবাইল থাকার ঘটনায় ৫ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) কক্সবাজার আদালতের কোর্ট পরিদর্শক মো. গোলাম জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্লোজড হওয়া পাঁচজন হলেন- টিএসআই সুরেন দত্ত, আবদুল ওয়াহেদ এবং কনস্টেবল নাজম হায়দার, গোলাম মোস্তফা ও ইয়াছিন নূর। তাদের সবাইকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, আদালতের হাজতখানায় আসামির পকেটে মোবাইল থাকার ঘটনায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
গত ৯ জুলাই কক্সবাজার আদালতে হাজিরা দিতে গেলে আসামি শাহীনের পকেটে মোবাইল থাকার বিষয়টি গণমাধ্যমের নজরে আসে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর
তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের ক্লোজড করা হলো।
উল্লেখ্য, গত ৫ জুন সকালে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকা থেকে শাহীনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনীর সদস্যরা। তার বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ অন্তত ২০টি মামলা রয়েছে।
ঢাকা/তারেকুর/রাজীব