ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে চাঁদা দাবির অভিযোগে পুলিশসহ ২ জন গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১৩ জুলাই ২০২৫  
পঞ্চগড়ে চাঁদা দাবির অভিযোগে পুলিশসহ ২ জন গ্রেপ্তার

মিজানুর রহমান ও শরিফুল ইসলাম

পঞ্চগড়ে অভিযান চালানোর নামে চাঁদা দাবির অভিযোগে এক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদের থানায় হস্তান্তর করা হয়।

রবিবার (১৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে সদর উপজেলার বলেয়াপাড়া এলাকায় তাদের আটক করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা পুলিশের কনস্টেবল মিজানুর রহমান (২৬) এবং সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পেলকুজোত এলাকার শরিফুল ইসলাম। কনস্টেবল মিজানুর রহমান দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর এলাকার বাসিন্দা। ঘটনার সময় তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। তার সঙ্গে থাকা শরিফুল ইসলাম নিজেকে ডিবি পুলিশের কনস্টেবল দাবি করেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে বলেয়াপাড়া গ্রামে তিনজন কিশোর রাস্তার পাশে বসে মোবাইল ব্যবহার করছিল। এ সময় মিজানুর ও শরিফুল এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কিশোরদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ তোলে এবং এক লাখ টাকা দাবি করে। একপর্যায়ে এক কিশোরকে হাতকড়া পরিয়ে নেয় তারা। কিশোরের চিৎকারে তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা ছুটে এসে দুই জনকে আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, কনস্টেবল মিজানুর রহমানকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার সঙ্গে আটক শরিফুলের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। 

ঢাকা/নাঈম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়