সিরাজগঞ্জে খাটের নিচে শিশুর বস্তাবন্দি মরদেহ, সৎ মা পলাতক
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জ কামারখন্দে নিজ ঘরের খাটের নিচ থেকে হাজেরা খাতুন নামে ৭ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সৎ মা তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৩ জুলাই) রাতে কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হাজেরা খাতুন কুটির চর গ্রামের হারুন অর রশিদের মেয়ে। সে কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।
নিহতের দাদি মনোয়ার খাতুন জানিয়েছেন, প্রায় সাত বছর আগে হাজেরার মা অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যান। পরে হারুন মুগবেলাই গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুবি খাতুনকে বিয়ে করেন। এরপর পর থেকে হাজেরা বাবা ও সৎ মায়ের সঙ্গে থাকত। রুবির ঘরে দুটি জমজ ছেলে সন্তান আছে।
মনোয়ারা আরো জানান, রবিবার দুপুরে হাজেরা স্কুল থেকে বাড়ি ফেরার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে, রুবি ওষুধ আনতে যাওয়ার কথা বলে নিজের দুই সন্তানকে বাড়িতে রেখে চলে যানে। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। তার জমজ শিশু দুটি নিজেদের ঘরে যেতে ভয় পাচ্ছিল। এতে সন্দেহ হলে ঘরের মধ্যে খোঁজাখুজি করে খাটের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় একটি বালতির মধ্যে হাজেরার মরদেহ পাওয়া যায়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) রবিউল ইসলাম জানিয়েছেন, পুলিশ হাজেরার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, হাজেরাকে শ্বাসরোধ বা মারধর করে হত্যা করা হয়েছে। শিশুটির সৎ মা পলাতক আছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/অদিত্য/রফিক