ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাঙন রোধে ইছামতি নদীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৪ জুলাই ২০২৫  
ভাঙন রোধে ইছামতি নদীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

আব্দুল্লাহপুর ইছামতি নদীর তীরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করে ভাঙন হুমকিতে থাকা স্থানীয়রা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইছামতির নদীর ভাঙন থেকে রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার আব্দুল্লাহপুর ইছামতি নদীর তীরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করে ভাঙন হুমকিতে থাকা স্থানীয়রা। এতে অংশ নেয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আরো পড়ুন:

মানবববন্ধনকারীরা জানান, আব্দুলাহপুর ইউনিয়ন সংলগ্ন ইছামতি নদীর তীর কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়েছে। এতে হাজারো মানুষের ভিটেমাটি বিলীনের পথে। স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনরা মিলে প্রশাসনের কাছে আবেদন করে। সম্প্রতি সেখানে দুই কোটি টাকা ব্যয়ে জিওব্যাগে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেড চলাচল করছে। রাত-দিন ছোট নদীতে বিশাল নৌযান চলাচললের কারণে আবারো ভাঙনের আশঙ্কায় পড়েছে জিও ব্যাগের সেই বাঁধ। 

বাঁধ ও স্থানীয়দের ভিটেমাটি রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। 

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক আব্দুল আলীম, জামাল মন্ডল, আব্দুলাপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মহতামিম মাওলানা ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধি আকরাম মন্ডল, শাহনাজ বেগম, মাহমুদা আক্তার প্রমুখ। 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়