ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টা, অভিযুক্ত আটক

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ১৪ জুলাই ২০২৫  
অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টা, অভিযুক্ত আটক

হোসেন আহমদ চৌধুরী আক্তার

সিলেটের কানাইঘাটে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তারকে (৪৫) আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আক্তার কান্দলা গ্রামের বাসিন্দা। 

দগ্ধ সাবানা বেগম (২০) সিলেটের এমএজি ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তিনি মৃত কন্যা সন্তান প্রসব করেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন চৌধুরী।

আরো পড়ুন:

সাবানার বাবা আব্দুল জব্বার জানান, উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের বাসিন্দা আক্তারের সঙ্গে বছরখানেক আগে সাবানার বিয়ে হয়। গত শনিবার রাত ৮টার দিকে সাবানাকে আনতে শ্বশুড় বাড়ি যান স্বামী আক্তার। অসুস্থ থাকায় সাবানাকে নিজের কাছে রাখতে চান তার মা। এতে ক্ষিপ্ত হয়ে আক্তার শ্বশুরবাড়ি থেকে চলে যান। কিছুক্ষণ পরে তিনি স্থানীয় কান্দলা নয়াবাজার থেকে বোতলে পেট্রোল কিনে আবারো শ্বশুর বাড়িতে যান। 

বিছানায় শুয়ে থাকা সাবানার শরীরে পেট্রোল ছিটিয়ে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যান আক্তার। সাবানার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান। পরে তারা দ্রুত সাবানাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। গতকাল রবিবার (১৩ জুলাই) সকালে  সাবানা মৃত সন্তান প্রসব করেন। বর্তমানে সাবানা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন বলে জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন চৌধুরী জানান, ঘটনা জানার পর গত শনিবার রাতে তিনি সাবানা বেগমকে দেখতে ওসমানী হাসপাতালে যান। চিকিৎসাধীন অবস্থায় সাবানা মৃত কন্যা সন্তানের জন্ম দেন। বিষয়টি থানা পুলিশকে জানানোর পর নবজাতককে দাফন করা হয়।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল পরিবারের বরাত দিয়ে বলেন, “স্ত্রীকে পেট্রোল ছিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায় তার স্বামী আক্তারকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়