নড়াইলে বিরোধের জেরে কৃষককে হত্যা, আটক ১
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জাহাঙ্গীর শেখকে (৬২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাহিরপাড়া গ্রামের একটি বিলে ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কবির শেখ (৪৬) নামে একজনকে আটক করেছে পুলিশ ।
নিহত জাহাঙ্গীর শেখ একই গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ বুধবার দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমির আইল (জমির সীমানা নির্ধারণের জন্য বাঁধ) দিচ্ছিলেন। এসময় কাওছার শেখের পক্ষের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে তারা জাহাঙ্গীরসহ তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখ, আ. কাদের ও নয়ন শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে কবির শেখকে আটক করা হয়েছে।”
ঢাকা/শরিফুল/মাসুদ