চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত
চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৩৪, ১৬ জুলাই ২০২৫
ফাইল ফটো
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইকের ধাক্কায় তুষার (৮) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার উপজেলার নাপিত খালি গ্রামের মহিদুল ইসলামের ছেলে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘ইজিবাইকের ধাক্কায় তুষার আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/মামুন/রাজীব