ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৬ জুলাই ২০২৫  
ঝিনাইদহে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালায় ছাত্রদলের নেতাকর্মীরা

সব আশায় শেষ হয়ে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ব্যর্থ হয়েছিল। টানা দুই দিন শিশুটির উদ্ধারের চেষ্টা চালায় এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু সন্ধান না পাওয়ায় মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত করেন ডুবুরি দল। এরপর রাতে ছাত্রদলের নেতাকর্মীরা ঘোষণা দেয় বুধবার (১৬ জুলাই) সকালে পুনরায় উদ্ধার কার্যক্রম করবেন তারা।

ঘোষণা অনুযায়ী সকাল ৯টার দিকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ভৈরব নদীতে পানির স্রোত ও কচুরিপানার কারণে হিমশিম খেতে হয় তাদের। কিন্তু নদীতে থাকা কচুরিপানা সরিয়ে তারা নদীতে ঝাঁপ দেয়ার স্থান থেকে প্রায় ৩০০ ফুট দূরে দুপুর ১২টার দিকে শিশু নাইমের মরদেহ উদ্ধারে সফল হয়।

আরো পড়ুন:

সোমবার (১৪ জুলাই) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাসলিয়া এলাকায় বন্ধুদের সঙ্গে ব্রিজ থেকে ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন নাইম ইসলাম (৮)। নাইম ইসলাম মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ও মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। নাইমসহ চার বন্ধু মাসলিয়া গ্রামের ব্রিজের উপর থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেয়। এ সময় অন্যরা নদী থেকে উঠে গেলেও খোঁজ মেলেনি শিশু নাইমের। পরে খুলনা থেকে ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে।

এলাকাবাসী জানায়, সোমবার নদীতে নিখোঁজ হয় শিশু নাইম। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও এলাকাবাসী গত দুই দিন চেষ্টা করেও তার মরদেহের সন্ধান পায়নি। আজ বুধবার এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীরা আবারো শিশুটির মরদেহের সন্ধানে অভিযান চালায়।

কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী মোর্তুজা রেজা লিটু জানান, ছাত্রদলের নেতৃত্বে ও গ্রামবাসীর সহযোগিতায় বুধবার (১৬ জুলাই) তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে নদীতে ঝাঁপ দেয়ার স্থান থেকে প্রায় ৩০০ ফুট দূর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আলী ইশতিয়াক জানান, গত দুই দিনে উদ্ধার করা সম্ভব হয়নি শিশু নাইমের মরদেহ। এরপর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের নির্দেশে ছাত্রদল সিদ্ধান্ত নেয় শিশুটির মরদেহ উদ্ধার কার্যক্রম করবে। এরপর সকালে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে শিশু নাইমের মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বারবাজার ও কাষ্টভাঙ্গা ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিখোঁজের দুই দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।  
 

ঢাকা/সোহাগ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়