ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে এনসিপির পথসভা স্থগিত, বিক্ষোভ মিছিল

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ১৯:১৯, ১৬ জুলাই ২০২৫
মাদারীপুরে এনসিপির পথসভা স্থগিত, বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের লেকেরপাড় এলাকায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

এদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর ৩টায় মাদারীপুরে সমাবেশ করার কথা ছিল এনসিপির কেন্দ্রীয় নেতাদের। গোপালগঞ্জের ঘটনায় পরিস্থিতির অবনতি হওয়ায় মাদারীপুরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন:

বিক্ষোভ সমাবেশে নেতারা জানান, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সরকারের প্রতি তারা আহ্বান জানান, যেন দোষীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়। 

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, “গোপালগঞ্জে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমরা হামলার প্রতিবাদে মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে বিক্ষোভ মিছিল করেছি। ভবিষ্যতে বড় পরিসরে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছি।”

মাদারীপুর পুলিশ সুপার নাইমুল হাসান বলেন, “মাদারীপুর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন রয়েছে। এনসিপির পূর্ব নির্ধারিত প্রোগ্রাম হবে কি হবে না এখনো তারা আনুষ্ঠানিকভাবে আমাদের জানাননি। আমরা নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক রয়েছি।”

উল্লেখ্য, অভ্যন্তরীণ কোন্দলে পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে মাদারীপুর জেলা ও সদর উপজেলা কমিটি গত ২৬ জুন স্থগিত করে এনসিপি।

ঢাকা/বেলাল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়